সৈয়দ মাহামুদ শাওন : চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে সাধারণ শিক্ষার্থীদের আয়োজনে বৃহৎ পরিসরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ মার্চ) শেষ বিকেলে শিক্ষা প্রতিষ্ঠানটির চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী আবুল কালাম আজাদের সভাপতিত্বে এতে প্রায় ২২০০ এর অধিক শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।ইফতার মাহফিলে ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখা হয় এবং রমজান মাসের পবিত্রতা ও সমাজে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার আহ্বান জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত সকলেই দোয়া মাহফিলে অংশগ্রহণ করে দেশ, জাতি ও মানবতার কল্যাণ কামনা করেন।
এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় হয়েছে বলে উপস্থিতরা অভিমত ব্যক্ত করেন।