নিজস্ব প্রতিবেদক:চাঁপাইনবাবগঞ্জ,পবিত্র রমজান মাস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে ও উপদেষ্টামণ্ডলীর সার্বিক সহযোগিতায় অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ৫০০ প্যাকেট ইফতার বিতরণ করা হয়েছে। আজ পবিত্র শুক্রবার ক্লাবের প্রধান কার্যালয়ের সামনে এই ইফতার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এই মহতী উদ্যোগ সফলভাবে বাস্তবায়ন করতে চাঁপাইনবাবগঞ্জ জেলা রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টামণ্ডলী অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাদের সার্বিক সহযোগিতা এবং দিকনির্দেশনায় কার্যক্রমটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। ক্লাবের পক্ষ থেকে উপদেষ্টাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
জেলা রিপোর্টার্স ক্লাবের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—চাঁপাইনবাবগঞ্জ জেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি: একেএম বাদরুল আলম ,সাধারণ সম্পাদক: এসএম রুবেল, সহ-সভাপতি: শাহাদাৎ হোসেন, সাংগঠনিক সম্পাদক: মুক্তার হোসেন, দপ্তর সম্পাদক: মোঃ ইয়ামিন হাসান শুভ, এছাড়াও ক্লাবের অন্যান্য সংসদীয় এবং সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা এ মহতী কার্যক্রমে অংশ নেন।