সৈয়দ মাহামুদ শাওন (নিজস্ব প্রতিবেদক): চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে জিয়া সাইবার ফোর্সের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার(৫মার্চ) বিকেলে জিয়া সাইবার ফোর্সের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় সভাপতিত্ব করেন জিয়া সাইবার ফোর্সের চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি অঙ্গন পাঠান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তোতা মিয়া।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ওবায়েদ পাঠান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা জিয়া সাইবার ফোর্সের সহ সভাপতি রুহুল আমীন সহ জেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।আলোচনা সভা শেষে জিয়া পরিবারসহ দেশের কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।