শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৩:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে রক্তদাতাদের বার্ষিক মিলনমেলা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন অঙ্গন পাঠান চাঁপাইনবাবগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল তানোরে মাদক ও বাল্যবিবাহ বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চাঁপাইনবাবগঞ্জে দোয়া ও ইফতার মাহফিল চাঁপাইনবাবগঞ্জ জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার বিতরণ গভীর রাতে পুড়ে ছাই আড়াইশ হাঁশ-মুরগিসহ দোকান চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে দোয়া ও ইফতার মাহফিল প্রকাশিত সংবাদের প্রতিবাদ তানোরে কারিগরি দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

Sowed Mahamud
প্রকাশিতঃ শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৩:০৯ অপরাহ্ন

সৈয়দ মাহামুদ শাওন:জুলাই আগস্টের গণহত্যাকারীদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলা গণ অধিকার পরিষদ।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০.৩০মিনিটে চাঁপাইনবাবগঞ্জ সদর বাতেন খাঁ থেকে মিছিলটি শুরু হয়ে শহরে গুরুত্বপূর্ণ  মোড় প্রদক্ষিণ শেষে ডিসি অফিসের সামনে বিক্ষোভ সমাবেশ করে  নেতাকর্মীরা।

মিছিলে জেলা গণ অধিকার পরিষদ ও জেলা ছাত্র অধিকার পরিষদ, জেলা যুব অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদসহ সংগঠনটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় গণহত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও বিচার দাবি করে বক্তব্য দেন নেতারা। এছাড়া নানা শ্লোগানে বিচারে দাবিতে প্রকম্পিত হয় । এসময় তারা নানা শ্লোগানে বলেন, ‘রশি লাগলে রশি নে, হাসিনারে ফাঁসি দে’। ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’ , ‘সকলের পরিষদ, গণঅধিকার পরিষদ’।

সমাবেশ বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলার সভাপতি আল-আমিন, সাধারণ সম্পাদক, আলমগীর কবির সিফতী, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি, অহেদুজ্জামান সাঈম,, গোমস্তাপুর উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি, আজিজুল ইসলাম, জেলা গণঅধিকার পরিষদের সাংগঠনিক সম্পাদক অলিদ হাসান, সাবেক ছাত্র নেতা রাতুল হাসান নিশান।

 

মিছিলের পরে গণঅধিকার পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলার সভাপতি আল-আমিন ও সাধারণ সম্পাদক আলমগীর কবির সিফতীর নেতৃত্বে জেলা প্রশাসন অভিমুখে মিছিল নিয়ে যায়। শেখ হাসিনাসহ গণহত্যার সাথে জড়িতদের ফাঁসির দাবি সম্মিলিত স্মারক লিপি চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের নিকট তুলে দেন নেতারা।

গণঅধিকার পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলার সভাপতি আল-আমিন  বলেন, ‘শেখ হাসিনাসহ খুনিদের দ্রুত গ্রেফতার ও বিচারের আওতায় আনতে হবে। কেন্দ্রীয় কর্মসূচি সফল করতে আজ চাঁপাইনবাবগঞ্জে আমরা বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান করেছি।


আরো পড়ুন

মন্তব্য