বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ

চাঁপাইনবাবগঞ্জে কিডস্ ল্যান্ড পার্কের আয়োজনে পিঠা উৎসব অনুষ্ঠিত 

প্রতিবেদকঃ
প্রকাশিতঃ বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৫৪ পূর্বাহ্ন
Oplus_0

চাঁপাইনবাবগঞ্জ প্রতিবেদক : শীতের পিঠা-পুলির উৎসবে মেতে উঠেছে শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের সাধারণ মানুষ।আজ বুধবার (০১ জানুয়ারী) সারাদিনব্যাপী সকাল সাড়ে কিডস ল্যান্ড পার্ক এর আয়োজনে কিডস ল্যান্ড পার্কের কর্ণার মাঠে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

পিঠা উৎসবে বাহারী রঙের মুখরোচক পিঠা নিয়ে উৎসবে শিক্ষক-শিক্ষার্থী সহ উদ্যেক্তরা অংশগ্রহণ করেন। এ পিঠা উৎসবে প্রায় ১২টি স্টলে নানা নাম ও রঙের মুখরোচক পিঠা দেয়া যায়। পিঠা ছাড়াও বিভিন্ন প্রশাধনীর স্টল আছে। পিঠা খেতে স্টলগুলোর সামনে ভীড় করেন শিশু থেকে শুরু করে বৃদ্ধরাও।

পিঠা খেতে আসা দর্শনার্থীরা জানান, এখানে এসে গ্রামীণ আদি পিঠা, জামাই পিঠা, নবাবি সেমাই, হৃদয় হরণ, বাহারি গোলাপ, বউপিঠা, পুলি পিঠা, তেল পিঠা, পাটিসাপটা, মালপোয়া, ব্রেড পিঠা, চুই পিঠা, দুই পুলি, বিস্কুট পিঠা, ও চন্দ্র পুলি সহ বিভিন্ন প্রকার আচার দেখা যায়। এছাড়া কফি, কেক, চা, জুস, কুরশি কাটা, নকশি কাঁথা, হোমমেড, আমসত্ত্ব, কাঁচা আমের জুস, নারিকেল পুডিং, চিকেন রোল ইত্যাদী সমারোহ আমাদের মূগ্ধ করে।

 

পিঠা উৎসবে অংশগ্রহণকারী স্টল মালিক চাঁপাই ফুড এর স্বত্বাধিকারী পারভীন বলেন, আমরা সারা রাত ভোর পিঠা বানিয়ে নিয়ে এসেছি। এর আগে কোনো পিঠা উৎসবে যোগ দিইনি। উৎসবে এসে ভালোই লাগছে। মানুষের মধ্যে পিঠা নিয়ে ভালোই আগ্রহ রয়েছে। সেই সাথে অনেকেই পিঠা কিনে খাচ্ছে ও নতুন নতুন পিঠার সাথে পরিচিত হচ্ছে।

 

কিডস ল্যান্ড পার্কের সিইও মোঃ শাহিন আলি বলেন, পিঠা উৎসব ও লটারি লাকি কুপন ড্র অনুষ্ঠানে মেলায় দর্শকদের ব্যাপক সাড়া পেয়েছি। পার্কের পিঠা মেলায় দর্শকদের উপচেপড়া ভীড় আমাদের এধরণের আয়োজনকে আরও উৎশাহীত করেছে। দর্শকদের আগ্রহের কথা মাথায় রেখে ভবিষ্যতেও এধরণের আয়োজন অক্ষুণ্ণ থাকবে।

কিডস ল্যান্ড পার্কে আগত গণমাধ্যমকর্মী ও আম উদ্যেক্তা মোঃ আহসান হাবিব জানান, প্রতি বছরই কিডস ল্যান্ড পার্কে এভাবে উৎসব মূখর পরিবেশে পিঠা উৎসব অনুষ্ঠিত হবে। সেই সাথে বিনোদনের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলার আয়োজন করা হবে। আজকে প্রবেশ টিকিটের লাকি কুপন ড্র অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থী-শিক্ষক ও অভিভাবক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পিঠা উৎসব ও লাকি কুপন ড্র অনুষ্ঠানে এসেছে। আগামীতেও এ ধরনের বিভিন্ন উৎসবের আয়োজন অব্যাহত থাকবে।

কিডস ল্যান্ড পার্কের চিত্র শিল্পী মেহেদী হাসান টয়েল বলেন, পার্কের সৌন্দর্য বর্ধন কাজ আমি সুদক্ষ ভাবে করেছি। আজকে বছরের প্রথম দিন পার্কে ও পিঠা উৎসবে হাজারো মানুষের উপস্থিতি খুব ভালো লেগেছে। আমি পার্কের বাকি কাজগুলো নিপুণ ভাবে করবো।


আরো পড়ুন

মন্তব্য