চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের ওপর ‘বহিরাগত সন্ত্রাসীদের’ হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। রোববার দুপুরে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের প্রধান ফটকের সামনে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করেন।
পরে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা ‘এক হও এক হও, পলিটেকনিক এক হও’, ‘সারা দেশে খবর দে, সন্ত্রাসীদের কবর দে’, ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘জুলাই-আগস্টের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’সহ নানা ধরনের স্লোগান দেন।
পরে সমাবেশে শিক্ষার্থীরা বলেন, দ্রুত সময়ের মধ্যে চট্টগ্রাম পলিটেকনিকের শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলাকারীদের আইনের আওতায় আনতে হবে। তা না হলে তারা সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটের সঙ্গে সমন্বয় করে বৃহত্তর কর্মসূচি ঘোষণা দেবেন।
উল্লেখ্য, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রাবাসের আসন বরাদ্দ নিয়ে শিক্ষার্থীদের একটি পক্ষের সঙ্গে শনিবার ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এতে অন্তত চারজন আহত হয়েছেন। তবে শিক্ষার্থীদের ওপর এ হামলার অভিযোগ অস্বীকার করেছে ছাত্রদল।