মোঃ আসাদুল্লাহ সনি,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা পরিচালিত চক্ষু হাসপাতালের চিকিৎসা সেবার মান বৃদ্ধির লক্ষ্যে ৮৭ লক্ষ টাকায় কেনা হয়েছে। এখব থেকে হাসপাতালটিতে হাতের সংস্পর্শ ছাড়াই চোখের ছানি রোগীদের স্বল্প খরচে অত্যাধুনিক এ্যালকোন ফ্যাকো মেশিনের মাধ্যমে অপারেশন করা যাবে।
বৃহস্পতিবার (২৩ মে) বেলা ১১ টায় সরবরাহকারী প্রতিষ্ঠান মেশিনটি হাসপাতালের ক্রয় কমিটির কাছে হস্তান্তর করা হয়েছে। হস্তান্তরকালে চক্ষু হাসপাতালে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ ও জেলা জাতীয় অন্ধ কল্যাণ সমিতির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো.রুহুল আমিন, সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, কোষাধ্যক্ষ আলহাজ্ব মতিউর রহমান বরজাহান, হাসপাতালটির চিকিৎসক ডা.রোমানা আফরোজ লেয়া, ডা. আজিজুর রহমান আলম, ডা.তৌহিদুল ইসলাম সুজন,প্রশাসনিক কর্মকর্তা মো.ইউসুফ আলিসহ অন্যরা।