ইসরায়েলি হামলার ৬ মাস পর গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৩৩ হাজার ১৭৫ জনে দাঁড়িয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অক্টোবরে গাজা উপকূলীয় অঞ্চলে ইসরায়েল যুদ্ধ শুরু করার পর থেকে এ পর্যন্ত ৩৩,১৭৫ জন ফিলিস্তিনি নিহত এবং ৭৫,৮৮৬ জন আহত হয়েছে।
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে।
ছয় মাসের যুদ্ধে ১৪ হাজারের বেশি শিশু ও প্রায় ৯ হাজার ২২০ নারী নিহত হয়েছে।জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথস ছয় মাস পূর্তি উপলক্ষে এক বিবৃতিতে বলেন, ‘আমরা একটি ভয়াবহ মাইলফলকে পৌঁছেছি।’ গ্রিফিথস গাজায় ইসরায়েলি আরও উত্তেজনা বৃদ্ধির সম্ভাবনাকে ‘বিবেকবর্জিত’ বলে অভিহিত করেছেন।
সূত্র : বাংলাদেশ প্রতিদিন।