মোঃ আসাদুল্লাহ সনি:
কৃষকরা তাদের উৎপাদিত পন্যের দাম পায় না, অন্যদিকে সরকার ব্যাস্ত বড় বড় ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায়। চাঁপাইনবাবগঞ্জে গণ অধিকার পরিষদের আলোচনা সভায় ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর এমন অভিযোগ করেছেন।
চাঁপাইনবাবগঞ্জ টাউন ক্লাব মিলনায়তনে সোমবার দুপুরে গণতন্ত্র পুররুদ্ধারে নাগরিক সমাজের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভিপি নূর বলেন, কয়েকজন শিল্পপতি দেশের ৮৫ ভাগ সম্পদের মালিক। কৃষি পন্যের দাম না পেয়ে কৃষক রাস্তায় ফেলে দেয়। কৃষকরা যদি উৎপাদন না করে তখন সাধারণ মানুষের কি হবে। সেদিকে সরকারের কোন খেয়াল নাই, সরকারের খেয়াল শুধু শিল্পপতিদের স্বার্থ রক্ষায়।
এসময় তিনি আরো বলেন, বিনাযুদ্ধে রাজনীতির মাঠ ছেড়ে দেয়া, নির্বাচন বর্জন করতে করতে বিরোধী দল রাজনীতির মাঠ থেকে আউট হয়ে যাচ্ছে। এটা ঠিক হচ্ছে না।
গণ অধিকার পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সিনিয়র সহসভাপতি আল-আমীনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য দেন, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, গণ অধিকার পরিষদের যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক এম এম রহমান শামীম,চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ওবায়েদ পাঠানসহ অনান্যরা।