মোঃ আসাদুল্লাহ সনি,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
কাস্টমস আইন, ২০২৩ বাস্তবায়নকল্পে চাঁপাইনবাবগঞ্জ চেম্বারে আমদানিকারক, সিএন্ডএফ এজেন্ট মালিক এবং জেলার অন্যান্য ব্যবসায়ীদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সাড়ে ১১ টায় সোনামসজিদ স্থল শুল্ক স্টেশন, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ এর আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার এন্ড কমার্স এর সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে প্রশিক্ষক ছিলেন সোনামসজিদ স্থল শুল্ক স্টেশনের ডেপুটি কমিশনার অব কাস্টমস নূর-উদ্দিন মিলন ও রাজস্ব কর্মকর্তা ইব্রাহিম হোসেন। এ সময় উপস্থিত ছিলেন চেম্বারের সভাপতি আব্দুল ওহেদ সিনিয়র সহ-সভাপতি মসিউল করিম বাবু, সদস্য মনিরুল ইসলাম সহ অন্যান্য সদস্যরা।
কর্মশালায় কাস্টমস আইন ২০২৩ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। এবং এই আইনের নানা দিক নিয়ে প্রশিক্ষণার্থীদের সাথে ব্যাবসায়ীদের ভ্যাট নিয়ে মতবিনিময় করা হয়।