মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৪:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চাঁপাইনবাবগঞ্জে দোয়া ও ইফতার মাহফিল চাঁপাইনবাবগঞ্জ জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার বিতরণ গভীর রাতে পুড়ে ছাই আড়াইশ হাঁশ-মুরগিসহ দোকান চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে দোয়া ও ইফতার মাহফিল প্রকাশিত সংবাদের প্রতিবাদ তানোরে কারিগরি দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জে জিয়া সাইবার ফোর্সের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত চাঁপাইনবাবগঞ্জে ইকো টয়লেট পরিদর্শনে জাপানের নিষ্কাশন ও পরিবেশ এ্যাসোসিয়েশনের চেয়ারপার্সন সড়ক দুর্ঘটনায় আহত এখন টিভির সাংবাদিক মাসুমা আক্তারের মৃত্যু কার্যালয় নির্মাণে ২৫ লাখ টাকা দেয়ার ঘোষণা আশরাফ চেয়ারম্যানের

এডি সায়েন্টিফিক ইনডেক্স র‌্যাঙ্কিংয়ে তৃতীয় রাজশাহী বিশ্ববিদ্যালয়

ক্যাম্পাস ডেস্ক
প্রকাশিতঃ মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫, ০৪:১৫ পূর্বাহ্ন

অ্যালপার ডগার সায়েন্টিফিক ইনডেক্স র‌্যাঙ্কিং-২০২৫ এ দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সম্মিলিতভাবে তৃতীয় হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। যার বৈশ্বিক র‌্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়টির অবস্থান ২ হাজার ২৯১তম।

শনিবার (১৯ অক্টোবর) সকালে আন্তর্জাতিক গবেষক ও বিশ্ববিদ্যালয় র‍্যাঙ্কিং প্রকাশকারী সংস্থা থেকে প্রকাশিত তালিকা থেকে এ তথ্য পাওয়া গেছে। এ বছর বাংলাদেশের ১৫৮টি বিশ্ববিদ্যালয় এ র‌্যাঙ্কিংয়ে স্থান পেয়েছে।

প্রকাশিত তালিকা থেকে জানা যায়, র‌্যাঙ্কিংয়ে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দেশসেরা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, যার বৈশ্বিক অবস্থান ১ হাজার ৬৬৪তম। এরপর দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বৈশ্বিক র‌্যাঙ্কিং ১ হাজার ৯৮৯তম), চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বৈশ্বিক র‌্যাঙ্কিং ২ হাজার ৩৭২তম), পঞ্চম অবস্থানে রয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি (বৈশ্বিক র‌্যাঙ্কিং ২ হাজার ৭৪৫তম), ষষ্ঠ অবস্থানে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (বৈশ্বিক র‌্যাঙ্কিং ২ হাজার ৮৭১তম)।

সপ্তম অবস্থানে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় (বৈশ্বিক র‌্যাঙ্কিং ৩ হাজার ৫৮০তম), অষ্টম অবস্থানে রয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বৈশ্বিক র‌্যাঙ্কিং ৩ হাজার ৭২৮তম), নবম অবস্থানে রয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বৈশ্বিক র‌্যাঙ্কিং ৩ হাজার ৮৯০তম) এবং দশম অবস্থানে রয়েছে খুলনা বিশ্ববিদ্যালয় (বৈশ্বিক র‌্যাঙ্কিং ৩ হাজার ৯২৩তম)।

উল্লেখ্য, গত পাঁচ বছরের বিভিন্ন বৈজ্ঞানিক উপাত্ত ও গুগল সাইটেশনের ওপর ভিত্তি করে মোট ৯টি প্যারামিটার ব্যবহার করে ‘এডি সায়েন্টিফিক ইনডেক্স’ প্রকাশ করা হয়।

 

সূত্র: ইন্টারনেট 

 


আরো পড়ুন

মন্তব্য