নিজস্ব প্রতিবেদক : ঈদুল আজহা উপলক্ষ্যে রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভার সর্বস্তরের জনগণকে ঈদের অগ্রীম শুভেচ্ছা জানিয়েছেন মুন্ডুমালা পৌরসভা বিএনপি’র কোষাধ্যক্ষ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বিএনপি নেতা দুরুল হোদা।
এক বিবৃতিতে তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সর্বস্তরের জনগণ আমার প্রাণ প্রিয় মন্ডুমালা পৌরসভার (৫নং) ওয়ার্ডবাসি এবং বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দলের চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। পবিত্র ঈদুল আজহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও শান্তি।
মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা। মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসমাইলকে (আ.) কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অবিচল আনুগত্য, অকুণ্ঠ আত্মত্যাগ ও অগাধ ভালোবাসার যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন। তা চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয়।