বাংলাদেশে ইসকনের কার্যক্রম নিষিদ্ধের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন মুসল্লিরা। শুক্রবার জুমার নামাজের পর নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট বড় মসজিদ প্রাঙ্গণ থেকে ‘উলামা ও তাওহিদী জনতা’-এর ব্যানারে বিক্ষোভ মিছিলটি বের করা হয়।
বিক্ষোভ মিছিল থেকে ‘অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘ইসকনের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’, ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’, ‘এক দুই তিন চার, ইসকন তুই বাংলা ছাড়’, ‘ইসকনের ঠিকানা এই বাংলায় হবে না’সহ নানা ধরনের শ্লোগান দেন মুসল্লিরা। মিছিলটি নগরীর সোনাদিঘী মোড় প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা বলেন, ইসকন আসলে একটি উগ্রপন্থি সংগঠন। এ ধরনের সংগঠনের কার্যক্রম বাংলাদেশে চলতে পারে না। তাই অবিলম্বে বাংলাদেশে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করতে হবে। পাশাপাশি বক্তারা চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে ইসকন অনুসারীদের হাতে খুন হওয়া আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার দ্রুত বিচার দাবি করেন।