সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০১:৫৭ পূর্বাহ্ন

আগামী বছর এইচএসসি পরীক্ষা এপ্রিলে : আন্তঃশিক্ষা বোর্ডের সভাপতি

Sowed Mahamud
প্রকাশিতঃ সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ০১:৫৭ পূর্বাহ্ন
Oplus_0

প্রথম পাতা ডেস্ক : আগামী বছর এপ্রিলেই এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। 

রবিবার সাংবাদিকদের এ কথা জানান তিনি। তপন কুমার সরকার বলেন, বৃষ্টি ও বন্যার কথা মাথায় রেখে আগামী বছর এইচএসসি ও সমমানের পরীক্ষা এপ্রিলে শুরু হবে। ফলাফলে প্রভাব ফেলবে না। একসঙ্গে রেজাল্ট হবে।

বন্যার কারণে সিলেট বিভাগ ছাড়া রবিবার থেকে সারা দেশে ২০২৪ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। সকাল ১০টায় শুরু হওয়া এ পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত। 

শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বন্যার কারণে সিলেট শিক্ষা বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৮ জুলাই পর্যন্ত পর্যন্ত স্থগিত করা হয়েছে। পরদিন ৯ জুলাই থেকে আগের রুটিন অনুযায়ী পরীক্ষা এ বোর্ডেও পরীক্ষা শুরু হবে।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন।


আরো পড়ুন