শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০২:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
চাঁপাইনবাবগঞ্জে রক্তদাতাদের বার্ষিক মিলনমেলা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন অঙ্গন পাঠান চাঁপাইনবাবগঞ্জে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিল তানোরে মাদক ও বাল্যবিবাহ বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চাঁপাইনবাবগঞ্জে দোয়া ও ইফতার মাহফিল চাঁপাইনবাবগঞ্জ জেলা রিপোর্টার্স ক্লাবের উদ্যোগে অসহায়দের মাঝে ইফতার বিতরণ গভীর রাতে পুড়ে ছাই আড়াইশ হাঁশ-মুরগিসহ দোকান চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটে দোয়া ও ইফতার মাহফিল প্রকাশিত সংবাদের প্রতিবাদ তানোরে কারিগরি দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ অনুষ্ঠিত

অনিরাপদ হয়ে উঠছে ক্লিন সিটি রাজশাহীর ফুটপাত

প্রথম পাতা
প্রকাশিতঃ শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০২:৩০ অপরাহ্ন

প্রশস্ত সড়ক আর ক্লিন সিটি হিসেবে রাজশাহী মহানগরীর সুখ্যাতি থাকলেও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে শহরের ফুটপাথগুলো। গত চার মাসে চুরি হয়েছে সাড়ে চার শতাধিক স্ল্যাব। সড়কবাতির তারও নিয়ে গেছে দুর্বৃত্তরা। প্রশাসনের নিষ্ক্রিয়তায় চুরির ঘটনা বাড়ছে বলে অভিযোগ নগরবাসীর।

রাজশাহীর তেরখাদিয়া থেকে সিটিহাট মোড় পর্যন্ত ৫৭৫টি স্ল্যাবের সাড়ে চারশোই চুরি হয়ে গেছে। মাদকসেবীরা রাতের অন্ধকারে এগুলো তুলে নিয়ে যাচ্ছে। পরে বিক্রি করে দিচ্ছে ভাঙারির দোকানে।

স্থানীয়রা বলছেন, চুরি বাড়তে থাকায় অনিরাপদ হয়ে উঠেছে ফুটপাথে চলাচল। যেকোনো সময় দুর্ঘটনার শঙ্কা তাদের।

নগরীর একজন বাসিন্দা বলেন, ‘এদিকে কোনো স্ল্যাব নেই। সব চুরি করে ভেঙে বেচে দিয়েছে। নেশার টাকার জন্য চোররা চুরি করে এগুলো ভাঙারির দোকানে বিক্রি করছে। সিটি হাট পর্যন্ত ফুটপাতে একটাও স্লাব নাই। এতে দুর্ঘটনা ঘটছেই। এগুলো দিয়ে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।’

চুরি হচ্ছে সড়কবাতির তারও। সম্প্রতি চারটি সড়কের মাটির নীচ থেকে প্রায় ৯২০ মিটার বিদ্যুতের তার নিয়ে গেছে দুর্বৃত্তরা।

চুরির বিষয়ে এরইমধ্যে সাধারণ ডায়েরি করেছে সিটি করপোরেশন। নতুন স্ল্যাব বসানোর উদ্যোগের পাশাপাশি ওয়ার্ড সচিব ও কর্মচারীদের দিয়ে নজরদারিরও চেষ্টা চলছে। চুরি ঠেকাতে অভিযান চালানোর কথা জানিয়েছে পুলিশ।

রাজশাহী সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন বলেন, ‘এ বিষয়ে জিডি করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী তাদের কাজ করছে। আমাদের স্থাপনাগুলো মনে হচ্ছে চোরদের জন্য স্বর্গ রাজ্য।’

রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র সাবিনা ইয়াসমিন বলেন, ‘সড়কবাতির তার ও ফুটপাথের স্লাব চুরির দুটি অভিযোগ আমরা পেয়েছি। বোয়ালিয়া থানায় অভিযোগ করা হয়েছে। যারা এই কাজগুলো করছে, আমরা তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।’

সড়ক বা ফুটপাথ নির্মাণের পাশাপাশি রক্ষণাবেক্ষণেও গুরুত্ব দেওয়ার দাবি নগরবাসীর


আরো পড়ুন

মন্তব্য