অতীতের সব রেকর্ড ছাড়িয়ে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে ব্যাংক খাতের খেলাপি ঋণ। বর্তমানে দেশের ব্যাংকখাতে খেলাপি ঋণ দুই লাখ ৮৫ হাজার কোটি টাকা। যা মোট বিতরণ করা ঋণের ১৭%।
রবিবার (১৭ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে।
খাত সংশ্লিষ্টরা জানিয়েছেন, এতদিন নিয়ন্ত্রক সংস্থার জ্ঞাতসারে বিভিন্নভাবে খেলাপি ঋণের তথ্য গোপন করতো ব্যাংকগুলো। সরকার পতনের পর সেই সুযোগ বন্ধ হয়ে গেছে। ফলে এক লাফে বেড়েছে খেলাপি ঋণ।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের সেপ্টেম্বরের শেষে দেশের ব্যাংকখাতে মোট বিতরণ করা ঋণের পরিমাণ ১৬ লাখ ৮২ হাজার ৮২১ কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণ দাঁড়িয়েছে ২ লাখ ৮৪ হাজার ৯৭৭ কোটি টাকা বা মোট বিতরণের ১৬.৯৩%। শুধু তাই নয়, গত ১৬ বছরের মধ্যে বিতরণ করা ঋণ ও খেলাপি ঋণের সর্বোচ্চ অনুপাত এটি।
তথ্য বলছে, গত জুন পর্যন্ত খেলাপি ঋণ ছিল ২ লাখ ১১ হাজার ৩৯১ কোটি টাকা। অর্থাৎ গত তিন মাসে খেলাপি ঋণ বেড়েছে ৭৩,৫৮৬ কোটি টাকা গত মার্চে খেলাপি ঋণ ছিল ১ লাখ ৮২ হাজার কোটি টাকা।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত ডিসেম্বর মাসের শেষে খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ লাখ ৪৫ হাজার ৬৩৩ কোটি টাকা।
এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখা বলেন, “খেলাপি ঋণের সংজ্ঞায় পরিবর্তন আনা হয়েছে। আন্তর্জাতিক মানের সঙ্গে সঙ্গতিপূর্ণ করার কারণে খেলাপি বেড়েছে।”
সূত্র: ইন্টারনেট